হারিয়ে ফেলেছি
হারিয়ে ফেলেছি
খাদিজা বেগম
হারিয়ে ফেলেছি এক এক করে
জীবনের সব সুন্দর দিন গুলি,
রয়ে গেছে শুধু মাথার ভেতরে
সেই ভালবাসার মানুষের ঋণ গুলি।।
যাদের হাতটা ধরে ধরে আমি
হাটতে শিখেছি পৃথিবীর পথে পথে,
যাদের আদেশ উপদেশ ধরে
মত মিলিয়ে যাই ন্যায়ের মতে মতে।।
যাদের আচার ব্যবহার দেখে
শিখেছি শ্রদ্ধা, ভক্তি, বিনয়, ত্যাগ,
কাজে মনোযোগ বজায় রাখতে
নিয়ন্ত্রণে রাখতে নিজের রাগ।।
যাদের কণ্ঠ শুনে শুনে আমি
আজ কথা বলি মিষ্টি মধুর সুরে,
কোথায় হারিয়ে গেল আজ তারা
দৃষ্টির সীমা ছাড়িয়ে কত যে দূরে।।
আজ তাদেরকে খুব মনে পড়ে
মনে পড়ে যায় ছোট্টবেলার কথা,
তাদের আদর তাদের শাসন
এখন মেলে না এই কপালে যথা তথা।।
যতটা হয়েছি ধীরে ধীরে বড়
ঠিক যে ততটা সরে গেছি দূরে আমি,
থাকতে তাদের চিনতে পারিনি
হারিয়ে বুঝেছি তারা ছিল খুব দামি।।
স্বপ্ন আমার তাদের মতন
ভালোবাসা দিয়ে যাবো জনে জনে,
সহযোগিতার দুই হাত বাড়িয়ে
আমি থেকে যাব মানুষের মনে মনে।।
নীরবে নীরবে উপকার করে যাব
করব না কভু কোন মানুষের ক্ষতি,
উপকারীজন আলোর মতন
তার চারিদিকে ছড়িয়ে বেড়ায় জ্যোতি।।
Comments
Post a Comment