তুমি আসবে বলে
তুমি আসবে বলে
খাদিজা বেগম
প্রিয় তুমি আসবে বলে
বসে আছি মনের দুয়ার খুলে,
তোমার জন্য এ মন আমার
সাজিয়েছি প্রণয় ফুলে ফুলে।।
এই হাতে হাত রেখে তুমি
আসবে বলে কথা দিয়েছিলে,
তোমার কথা শোনার পরে
প্রেম আনন্দে বান জেগেছে দিলে।
আমায় দেয়া সেই কথাটা
তুমি যেন যেওনা গো ভুলে।।
তোমার প্রেম ছটফটিয়ে
মরে আমার প্রেম পিপাসু হৃদয়,
ঘুম বিহনে কাতার নয়ন
খুঁজে বেড়াই তোমাকে সব সময়।।
তুমি এসো শ্রাবণ হয়ে
দাও ভিজিয়ে তোমার শীতল জলে,
তোমার পথে চেয়ে থেকে
বুকের ভিতর থেকে থেকে জ্বলে।
তোমায় নিয়ে নাও ভাসাবো
ঢেউ খেলানো প্রেম যমুনার কূলে।।
Comments
Post a Comment