একটি গোলাপ ফুল 🌹

 একটি গোলাপ ফুল 🌹 

খাদিজা বেগম 


কেউ আমাকে ভালবেসে 

আজও দেয়নি একটি গোলাপ ফুল, 

ফুলের মালায় কেউ বাঁধেনি 

এলোমেলো আমার মাথায় চুল।।


কেউ আমার এই হাতটা ধরে 

হাটে নিতো আমার সাথের পথ,

কেউ কখনো মেলায় নিতো 

আমার মতের সাথে তারি মত।

সঠিক ভেবে যা দেখেছি 

যা করেছি এখন দেখি ভুল।।


কেউ আমাকে ভালোবেসে 

ফেলে গেলেও তবু পেতাম দুখ, 

এই জীবনে দেখলাম নাতো

দুঃখ দেবার সেই মানুষটির মুখ।।


দুঃখ আমার কানায় কানায় 

কারন আমার দুঃখ পায়নি মন, 

ভালোবাসা নাই বা পেলাম 

দুঃখ পেতেও প্রয়োজন এক জন।

জ্ঞানী গুণী সবাই বলে 

দুঃখ হলো সুখে থাকার মূল।।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান