আল্লাহ আমার রক্ষাকারী
আল্লাহ আমার রক্ষাকারী
খাদিজা বেগম
আল্লায় আমার রক্ষাকারী
তাইতো আমি ভয় করি না কিছু,
আমার আল্লাহর সেজদা ছাড়া
এই মাথাটা হবে নাতো নিচু।।
ঝড় তুফানেও ভয় করি না
ভয় করি না দাবানল আর লাভা,
অন্যায় কর্ম ছাড়া আমি
ভয় করি না সিংহ, বাঘের থাবা।
সদয় আমি চলি যেন
আমার আল্লাহর বাণীর পিছু পিছু।
যত পারি করি যেন
হৃদয় থেকে উপকারি কর্ম,
কখনো যে ভুলে না যাই
আমি মুসলিম ইসলাম আমার ধর্ম।।
আল্লায় আমার রিজিকদাতা
ভয় করি না শোক,দারিদ্র, ক্ষুধা,
প্রাণ ভরে পান করি আমি
সকাল বিকাল আল্লাহ নামের সুধা।
আল্লায় আমায় নিষ্পাপ রেখে
যেমন নিষ্পাপ নবজাতক শিশু।।
Comments
Post a Comment