প্রথম প্রথম
প্রথম প্রথম
খাদিজা বেগম
প্রথম প্রথম তোমায় দেখে
অপলক চোখ থাকতো শুধু তাকিয়ে,
ওই বিধাতা তোমায় যেন
গড়েছিল কত মায়া মাখিয়ে।।
হে মায়াবী তোমার প্রতি
প্রথম দেখায় হৃদয়ে প্রেম জেগেছে,
মন থেকে এই মন বলেছে
তোমাকে খুব আমার ভালো লেগেছে।
ভালো লাগে তোমার হাসি
হাসো যখন তোমার ওই ঠোঁট বাঁকিয়ে।।
রংধনুর সাত রঙের মতন
হয়ে গেল প্রজাপতি আমার মন,
ঘুরে ঘুরে উড়ে বেড়ায়
তোমার গোলাপ ফুল বাগানে সে এখন।।
প্রথম দেখায় মন দিয়েছি
তোমার হয়ে থাকবো আমি চিরদিন,
শোধ করিতে দেব না গো
এই জীবনে তোমায় আমার প্রেমের ঋণ।
আমি যেন নেই আমাতে
তোমায় দেখে তালগোল যাচ্ছে পাকিয়ে।।
Comments
Post a Comment