জীবনের সন্ধান
জীবনের সন্ধান
খাদিজা বেগম
শুন্য লতার মত জীবন
এই জীবনের কোন শিকড় নাই রে,
তাই বুঝি গো জীবন নদীর
কোথায় নাই একটুখানি ঠাই রে।।
চলছে জীবন ভেসে ভেসে
যেমন ভাসে জলের বুকে ভেলা,
তাই বুঝি গো এই জীবনে
ক্ষণে ক্ষণে এত অবহেলা।
কোথা থেকে এলো জীবন
এই জীবনের সন্ধান আমি চাই রে।।
কে গড়েছে এই আমারে
আমি কোথায় গেলে পাবো তারে?
নির্জনে ও জানে জানে
আমি তারে খুঁজি বারে বারে।।
সে যদি গো না দেয় দেখা
তারে দেখার সাধ্য নাইরে কারো,
তারে দেখার ইচ্ছে হলে
ও মন আমার লোভ-লালসা ছাড়ো।
সত্য শোনো সত্য বলো
সত্যের মাঝে তারে আমি পাই রে।।
Comments
Post a Comment