রাত্রি হলো ভোর

 রাত্রি হলো ভোর

খাদিজা বেগম


তোর অপেক্ষায় জেগে জেগে 

আমার রাত্রি হলো ভোর,

তবুও তো আইলি না তুই 

নিলি নাতো মোর খবর।।


মন পতঙ্গ উড়ে উড়ে 

তোর বিরহে পুড়ে যায়,

কেমন করে বুঝাই তোরে 

তোরে আমার মনে চায়।

জানিনা তো কেন এত

পাষাণ পাষাণ হৃদয় তোর।।


তোরে কাছে পাবার জন্য 

অশ্রু ঝরে নয়নে,

কাছে এলে সুখী হতাম 

ভালো থাকতাম দুজনে।।


আমার প্রতি থাকলে মায়া 

আমায় দূরে রাখতি না,

কাছে এসে বাসতি ভালো 

সরে সরে থাকতি না।

আমি যেন তোর কাছে 

মাটির তৈরি এক কবর।। 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান