জ্যোৎস্নার আদর
জ্যোৎস্নার আদর
খাদিজা বেগম
না না নারে পারি নারে
তোমায় ভালো না ভেসে আর থাকতে,
তোমার প্রতি লুকানো প্রেম
পারিনা তো লুকিয়ে আর রাখতে।।
উপচে পড়া সাগরের জল
যেমন করে ছড়িয়ে যায় গ্রামে,
তেমনি করে আমার এ মন
যায় ছড়িয়ে শুধু তোমার প্রেমে।
তোমার প্রতি এতটা প্রেম
পারব না তো কিছুতেই আর ঢাকতে।।
জানে যদি জানুক লোকে
আমি তোমার ভালোবাসার পাগল,
তুমি আমি দুজন মিলে
ভালবেসে হবো প্রেমের যুগল।।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমার আমার একটা সুখের বাড়ি,
একা একা মন মানে না
তোমার কাছে আসবো তাড়াতাড়ি।
চাঁদনী রাতে আসবো আমি
শিশিরভেজা জ্যোৎস্নার আদর মাখতে।।
Comments
Post a Comment