প্রিয় বলে ডাকলে

 প্রিয় বলে ডাকলে 

খাদিজা বেগম 


তুমি আমায় প্রিয় বলে ডাকলে 

মনের মাঝে সুখেরি ঢেউ খেলে, 

তুমি আমার কাছাকাছি থাকলে 

প্রজাপতি এই মন ডানা মেলে।।


বরফ যেমন সূর্যের উষ্ণ ছোঁয়ায় 

গলে গলে মিশে নদীর জলে, 

তোমার ছোঁয়ায় মন মিশে যায় আমার 

খুব নিরবে তোমার মাঝে গলে।

প্রাণ হারাবো মরে যাবো 

কভু তুমি আমায় ছেড়ে গেলে।।


তোমায় পেয়ে সব পেয়েছি আমি 

তাই তোমাকে হারাতে আর চাই না, 

তোমায় ছাড়া দুঃখী দুঃখী লাগে

আমি অন্য কোথাও সুখ পাই না।


কানায় কানায় সুখ ভরা ঐ স্বর্গ

তার চেয়েও তুমি বেশি দামি,

তোমার হাতের আলতো যাদুর ছোঁয়ায় 

এক পৃথিবী সুখ পেয়েছি আমি। 

স্বর্গের জীবন নরক হবে আমার 

শুধু তোমার অবহেলা পেলে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান