পারবে না আর দাবাতে
পারবে না আর দাবাতে
খাদিজা বেগম
জেগে ওঠা এই জাতিকে
পারবেনা কেউ পারবে না আর দাবাতে,
প্রাণ বিলিয়ে দেওয়া জাতি
ভয় করে না কোন হিংস্র থাবাতে।।
সূর্যের মতো আলোকিত
আমার এ দেশ শুধু আলো ছড়াবে,
আকাশ সমান পাহাড় হয়ে
আমার এ দেশ পৃথিবীতে দাঁড়াবে।
রক্ত দিয়ে গর্ব সাগর
আমার প্রাণের প্রিয় দেশের আঘাতে।।
দেশের সুনাম বৃদ্ধি করতে
প্রয়োজনে জীবন দেবো বলিদান,
তবু আমরা মানবো না কেউ
দেশের প্রতি কারো কোন অপমান।।
নৈতিকতায় অটুট থাকবো
রাখবো সদা দেশের প্রতি সুদৃষ্টি,
আমার এ দেশে স্বপ্নের মত
মধুর চেয়েও বেশ মধুময় সুমিষ্টি।
আলোয় আলোয় ভরা এ দেশ
তারে কভু কেউ পারবে না নিভাতে।।
Comments
Post a Comment