ভাঙ্গা গড়ার জীবন
ভাঙ্গা গড়ার জীবন
খাদিজা বেগম
ভাঙ্গা গড়ার এই তো জীবন
প্রয়োজনে ভাঙবে তুমি,
প্রয়োজনে গড়েবে তুমি
তোমার সোনার দেহ ভূমি।।
এক জীবনে বহু ঋতু
আসবে যাবে কেউ থাকবে না,
সবার স্বার্থে সবাই ব্যস্ত
তোমার কথা কেউ ভাববে না।
লক্ষ্য তোমার ঠিক করে লও
হয়ে ওঠো দক্ষ আর্মি।।
দুঃখগুলো সঠিক কজে
জীবন জুড়ে ছড়ায় খুশি,
অলস যারা কাজ না করে
আপনারে আপনি দোষী।
যত্ন নিয়ে স্বপ্ন লাগাও
গড়ে তোল সুখের জীবন,
তবেই তুমি সম্মান পাবে
আনন্দময় হবে ভুবন।
পরিশ্রমী সৎ মানুষ যে
সেই তো হবে অনেকে দামী।।
Comments
Post a Comment