প্রেমো মালি

 প্রেমো মালি

খাদিজা বেগম 


ধীরে ধীরে চোখের নিচে 

জমে গেছে দুঃখের কালি,

আজ কতদিন হয়ে গেল 

সুখের সাথে নেই মিতালী।।


রাতের পরে রাত্রি আসে 

তবুও তো ঘুমায় না চোখ,

থেকে থেকে জ্বলে বুকে 

শুধু তোমায় হারানো শোক।

তোমায় ছাড়া শূন্য জীবন 

সবি লাগে খালি খালি।।


হাত বাড়ালে পাইনা তোমায় 

তবু তোমায় মনে রাখি, 

তোমার সকল স্মৃতিগুলো 

একটি একটি করে আঁকি।।


জানি পাবো না গো তোমায় 

তবু মনটা আশায় থাকে, 

মনে মনে অবুঝ এ মন 

দিবানিশি তোমায় ডাকে।

আমার পরান যায় জ্বলিয়া  

দাও দেখা দাও প্রেমো মালি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান