ভুল মানুষ

 ভুল মানুষ 

খাদিজা বেগম 


যারে আমি ভেবেছিলাম 

আমার চেয়েও অনেক আপন, 

সেই আমাকে মরার আগেই 

দিয়ে দিলো জিন্দা দাফন।।


বন্ধু ভেবে দিয়েছিলাম 

যার গলাতে আমার গাঁথা মালা,

সেইতো আমার জীবনটারে 

শত্রুর হয়ে করলো ঝালাপালা।

যার ছোঁয়াতে সুখী হতাম 

সেই তো আমার দুঃখ-কষ্টের কারণ।।


যারে পাবার বাসনাতে 

আমার অবুঝ মন হয়ে যায় মাতাল,

সেই মানুষটা আমায় রেখে

অন্যের প্রেমে ডুবে সকাল-বিকাল।।


যারে এত বিশ্বাস করে 

সব দিয়েছি রাখিনি তো বাকি, 

বিশ্বাসঘাতক হয়ে সেই তো 

চিরতরে দিয়ে গেছে ফাঁকি।

ভুল মানুষকে বিশ্বাস করে 

এখন কেঁদে কেঁদে ভাসাই নয়ন।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান