মেঘ ডাকিলে
মেঘ ডাকিলে
খাদিজা বেগম
দূর আকাশে মেঘ ডাকিলে
এই মন ডাকে তোমায় মনে মনে,
বৃষ্টি ভেজা ফুলের মতন
ভিজে যেতে চায় মন তোমার সনে।।
মেঘের মতন ভেসে ভেসে
মনের আকাশ জুড়ে এসো তুমি,
তুমি ছাড়া মন সাহারা
বুকের ভিতর অগ্নি মরুভূমি।
তোমায় ভেবে কাটে না ক্ষণ
দুই নয়নে শ্রাবণ ক্ষণে ক্ষণে।।
আমি নদী তুমি তার জল
তোমার জলে আমি ডুবে থাকি,
ডুবে ডুবে তোমার সনে
দিবানিশি প্রেমের মাখা মাখি।।
তালের পাখায় যেমন থাকে
প্রাণ জুড়ানো শীতল বাতাস মিশে,
তেমনি করে তোমার সাথে
মিশে যেতে মন হারালো দিশে।
কাজল ভ্রমর হয়ে এসো
বসো তুমি আমার ফুলের বনে।।
Comments
Post a Comment