কোথায় যাব

 কোথায় যাব

খাদিজা বেগম 


কোথায় যাব কি করিব 

উপায় বলে দাও আমাকে,

পা থাকিতে অচল আমি 

দাও সারা দাও আমার ডাকে।।


চোখ থাকিতে অন্ধ আমি

অন্ধ আমার এই দেহ মন, 

সত্য সঠিক ন্যায়ের পথে 

আমায় চালাও সারাটা ক্ষণ।

শালীনতা বজায় রেখো 

আমার কথা আর পোশাকে।।


যেমন নিষ্পাপ এসেছিলাম 

আমি তোমার দুনিয়াতে, 

আমায় তুমি তেমন নিষ্পাপ 

করে রেখো দিনে রাতে।।


ভুল করেও হই না যেন 

আমি কারো ক্ষতির কারণ,

যেন আমি মেনে চলি 

তোমার সকল শাসন বারণ।

 তোমার কথা ভুলি না যে 

সদা যেন মনে থাকে।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান