প্রাণের ময়না পাখি 🐦
প্রাণের ময়না পাখি 🐦
খাদিজা বেগম
শ্বাসে শ্বাসে যায় আর আসে
আমার প্রাণের ময়না পাখি,
কোন দিন যেন যাবে উড়ে
চিরতরে দেবে ফাঁকি।।
এই পাখিটা ধরা ছোঁয়ার
বাইরে বাইরে গিয়ে থাকে,
এই ক্ষমতা নাই তো কারো
কেহ তারে বেঁধে রাখে।
যেদিন পাখি দিবে ফাঁকি
বন্ধ হবে আমার আঁখি।।
পাখি ছাড়া হাত চলে না
পা চলে না অচল দেহ,
এই পাখিটা এত দামি
কিনতে পারে নাতো কেহ।।
আপনা আপনি আসে পাখি
আপনা আপনি সে যায় চলে,
একবার গেলে ফিরবে না আর
যতই কাঁদি চোখের জলে।
এই পাখিটা নিয়ে তাইতো
আমি অনেক ভয়ে ভয়ে থাকি।।
Comments
Post a Comment