তেঁতুল
তেঁতুল
খাদিজা বেগম
শত রোগের উপকারে
লাগে যারে তার নাম তেঁতুল,
টক টক মিষ্টি এই ফলটাকে
তোমরা খেতে করো না ভুল।।
তেতুল যত পুরান হবে
ততই বাড়বে তার গুণমান,
তেতুল যেন ফলের রাজা
সকল রোগের এক সমাধান।
তুলনা নাই এই জগতে
তেঁতুল ফলটা যেন অতুল।।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে
মেদ কমাতে তেঁতুল খাবে,
হাত-পা জ্বালাপোড়ায় তেতুল
খেলে ভালো হয়ে যাবে।।
বমি বমি ভাব দূর হবে
বাতের ব্যথা ভালো হবে,
ক্যান্সার রোগের ঔষধ তেঁতুল
এর সমান ফল নাই আর ভবে।
ভিটামিনের উৎস তেতুল
এই তেঁতুলের পুষ্টি প্রতুল।।
Comments
Post a Comment