আমি একা

 আমি একা 

খাদিজা বেগম 


চারিদিকে নীরবতা 

আমি একা চুপচাপ বসে আছি,

খুব অসহায় হয়ে আমি 

তোমার স্মৃতির জলে জলে ভাসি।।


এই পৃথিবীর কোনে রঙে 

রঙিন হয়ে ওঠে না মন আমার, 

তোমার গায়ে জড়ানো ওই 

সাদা কাফন চোখে ভাসে বারবার।

তোমার সাথে যেন আমার 

কবর হলো আনন্দ সুখ হাসি।। 


শেষ কবে যে হেসেছিলাম 

খুশি ছিলাম তাও জানিনা আমি,

তোমায় ছাড়া ভাল্লাগে না 

এই বাড়ি ঘর এত দামি দামি।।


খুব নীরবে জল গড়িয়ে 

গড়িয়ে যায় আমার দুটি চোখে,

তোমায় ছাড়া পাগল পাগল 

তাই তো আমার পাগল বলে লোকে।

আজ তুমি নাই তবুও তো 

আমি তোমায় আজো ভালোবাসি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান