তওবা দুয়ার খোলা

 আপন ভোলা 

খাদিজা বেগম


তওবা করো করো রে মন 

আজো তওবার দুয়ার খোলা,

অহংকারী পাপির জন্য 

তৈরি আছে অগ্নি গোলা।।


সুব্যবহার করো তুমি 

কথা বলো সুন্দর ভাষায়,

সুন্দর জীবন যাপন করো

সত্য মানুষ হবার আশায়।

অন্য জনকে ব্যথা দিয়ে 

আর ভয় না পাপের ঝোলা।।


লোক ঠকালে ঠকতে হবে 

কাঁদালেও কাঁদতে হবে,

আজ যে কর্ম করছো তুমি 

কালকে তার ফল পেতেই হবে।।


প্রকশ্য আর গোপন কর্ম 

সকল কর্মের সাক্ষী যিনি,

সেদিনের সেই শেষ বিচারের 

তোমার বিচার করবেন তিনি। 

আর কতকাল থাকবে তুমি 

এমনি করে আপন ভোলা।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান