সাক্ষী আছে

 

সাক্ষী আছে
খাদিজা বেগম

সাক্ষী আছে সৃষ্টিকর্তা
গোপন বলে তোমার কিছু নাই রে,
নিজের ইচ্ছায় নিজের ভিতর
নৈতিকতা পুষে রেখো তাই রে।।

যা ভেবেছো মনে মনে
সবি জানে তোমার অন্তর্যামী,
তার বিচারে পাপী হলে
তোমায় হতে হবে জাহান্নামী।
তিনি হলেন ন্যায় বিচারক
তিনি থাকেন সব অন্যায়ের বাইরে।।

তার কাছে নাই ভুলের শাস্তি
ইচ্ছাকৃত পাপের শাস্তি আছে,
পাপীরা কেউ ক্ষমা পাইনি
ধর্মগ্রন্থের কোন ইতিহাসে।।

তিনি হলেন মহান স্রষ্টা
শুধরে যাবার সুযোগ দিয়ে রাখে,
তাদের ধ্বংস অনিবার্য
তবু যারা অন্যায় পথে থাকে।
হৃদয় থেকে আমরা যেন
সত্য ন্যায়ের পথে চলতে চাইরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান