ফুল বাগানের অলি
ফুল বাগানের অলি
খাদিজা বেগম
বারে বারে এই মনে চায়
তোমার সাথে আমি কথা বলি,
তোমার হাতের ওই আঙুলে
আঙ্গুল রেখে একি পথে চলি।।
এক পেয়ালায় ঠোঁট ভিজিয়ে
প্রেমের সুধা পান করিতে মন চায়,
সবুজ লতার মতন এই মন
মনে মনে তোমার সাথে জড়ায়।
কেমন করে বুঝাই তোমায়
একা একা প্রেম আগুনে জ্বলি।।
এই মনে চায় এক পুকুরে
দুজন মিলে আমরা ডুবে থাকি,
ভালোবেসে তোমায় আমি
খুব যতনে বুকের মাঝে রাখি।।
তোমায় নিয়ে জেগে জেগে
প্রতিটা রাত হাজার স্বপ্ন দেখি,
তোমায় ভেবে তোমার নামে
সারাটা দিন গান, কবিতা লেখি।
ভালোবেসে কাছে এসো
ওগো আমার ফুল বাগানের অলি।।
Comments
Post a Comment