শুভ সকাল

 শুভ সকাল 

খাদিজা বেগম 


খুব সকালে উঠে দেখি 

মেসেঞ্জারে শুভ সকাল লেখা, 

তাতেও আমার মন ভরে না 

ওগো তুমি এসে দাও গো দেখা।।


যখন তখন কুরিয়ারে 

তুমি পাঠাও উপহারের ডালা,

তাতেও আমার মন জুড়ায় না

কমে না তো পোড়া মনের জ্বালা।

তোমায় ছাড়া তোমার সখি 

শেষ হয়ে যায় ওগো প্রানের শখা।।


তুমি বিনে মন বসে না 

তোমার এত দামি সোনার ঘরে, 

দিন চলে যায় উদাস উদাস 

রাত নিশিতে চোখের পানি ঝরে।।


আর কতকাল বিদেশ থাকব 

মরার পরে মাটি দিতে আসবা,

আমার স্মৃতি মনে করে 

আমার মত চোখের জলে ভাসবা।

তুমি আমি জোড়ার পাখি 

তাই পারিনা থাকতে একা একা।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান