বিয়োগ করে নিও না
বিয়োগ করে নিও না
খাদিজা বেগম
তোমার খোপার বাসি হওয়া
ফুলের মত আমায় ফেলে দিও না,
তোমার হাতের চুরির মত
তুমি আমার এই হৃদয় ভেঙো না।।
অবহেলা করো না গো
জল ফেলো না তুমি আমার নয়নে,
তোমার আমার মায়ার বাঁধন
তুমি জনম জনম রেখো যতনে।।
চিরদিনি বাসবো ভালো
থাকবো আমি তোমার প্রেমে দেওয়ানা।।
তোমার চোখের কাজল ভেবে
তুমি আমায় কভু ধুয়ে ফেলো না,
আমারি প্রেম খেলনা ভেবে
আমার হৃদয় নিয়ে তুমি খেলো না।।
তোমার কানের দুলের মতন
যখন তখন মায়ার বাঁধন খুলো না,
মন মাঝারে রেখো আমায়
তুমি আমায় কোনদিনো ভুলনা।
তোমায় তুমি আমার থেকে
ভুল করেও বিয়োগ করে নিও না।।
Comments
Post a Comment