আকুতি
আকুতি
খাদিজা বেগম
ছেড়ে যেও না দূরে যেও না
প্রতি দিনের এই আকুতি মোর,
তোমায় ছাড়া বাঁচবো না গো
আসবে না আর এই জীবনে ভোর,
আমার এ মন খুব নীরবে
আমায় ছেড়ে তোমার সাথে যায়,
একা থাকতে পারবো না গো
এই মন তোমার সঙ্গী হতে চায়।
প্রেম ভিকারি হয়ে এলাম
খোলো খোলো তোমার প্রেমের দোর।
চোখ খুলিলেও দেখি তোমায়
চোখ মজিলেও দেখি তোমার রূপ,
তুমি ছাড়া প্রান অসহায়
মন দিয়েছে তোমার প্রেমে ডুব।।
স্বপ্ন হয়ে ঘুম তাড়িয়ে
তুমি থাকো চোখে সারা রাত,
তোমার কাছে খুঁজে পেলাম
আমি আমার বেঁচে থাকার স্বাদ।
দিবানিশি তোমায় দেখি
কাটে না তো তোমায় দেখার ঘোর।
Comments
Post a Comment