অল্প থাকুক
অল্প থাকুক
খাদিজা বেগম
অল্প থাকুক টাকা পয়সা
ছোট্ট থাকুক আমার বাড়ি গাড়ি,
তুমি শুধু সঙ্গে থেকো
আমার সাথে দিও নাগো আড়ি।।
অল্প থাকুক ঠোঁটের হাসি
ছোট্ট ছোট্ট আশা থাকুক মনে,
ভোমর হয়ে উড়ে উড়ে
গান শুনিও আমার ফুলের বনে।
তোমার বুকে থাকতে দিও
সেথায় আমার ভালোবাসার বাড়ি।।
বেশি কিছু চাইনা আমি
এ জীবনে শুধু তোমায় চাই গো,
পৃথিবীতে স্বর্গ পাবো
আমার করে যদি তোমায় পাইগো।।
তোমায় পেলে পূর্ণ হব
তুমি ছাড়া শূন্য শূন্য লাগে,
দিবানিশি আমার শুধু
তোমায় ভালবাসার ইচ্ছা জাগে।
একটি চাওয়া তোমার কাছে
তুমি আমায় যেওনা গো ছাড়ি।।
Comments
Post a Comment