বৈশাখ

 বৈশাখ 

খাদিজা বেগম 


বছর শেষে আবার এলো 

এলরে আজ এলো বৈশাখ,

মেঘের কোলে বিজলি দোলে 

আকাশ জুড়ে ঐ মেঘের ডাক।।


তরণি আর তরুণ সাজে 

রঙিন রঙিন পোশাক পড়ে,

গাইছে সবাই নাচছে সবাই

শিশু বৃদ্ধ কেউ রবে না ঘরে।

অতীতের সব দুঃখ কষ্ট 

এই আনন্দে হারিয়ে যাক।।


আয়রে তোরা কে কে যাবি 

ঐ বৈশাখী মেলার মাঠে,

বসছে মেলা দেশটা জুড়ে 

পাড়ায় পাড়ায় সব তল্লাটে।।


মেলায় আছে নাগরদোলা 

তালের পাখা মাটির হাড়ি,

একতারা ঢোল বাঁশের বাঁশি 

কিনতে চলো তাড়াতাড়ি।

চারিদিকে মাদল বাজে 

আরো বাজে বাজেরে ঢাক।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান