চিন্তার দৃষ্টি

 চিন্তার দৃষ্টি 

খাদিজা বেগম 


ও যার চিন্তার দৃষ্টি কালো 

তার ভিতরে নাইরে কোন আলো,

স্বচ্ছ সুন্দর চিন্তা করো 

চিন্তাতে মন হতেই হবে ভালো।।


ভালো চিন্তা আলো হয়ে 

ছড়িয়ে যায় কাজে কর্মের মাঝে,

মন্দ চিন্তায় দ্বন্দ্ব ছাড়ায়

কাজ করে বেড়ায় আজেবাজে।

ভালো চিন্তায় ভালো কাজে 

দূর হয়ে যায় মনের যত কালো।।


মন ভরে লও মানবতায় 

তবেই তুমি মানুষ হতে পারবে, 

ভিতর থেকে ভাল হলেই 

বাহিরের সব মন্দ তোমায় ছাড়বে।। 


মনের ভিতর ঠাই দিলে লোভ

তোমার দেহ পাপে ডুবে যাবে, 

পাপে পাপে পাপী হবে 

তোমায় ধরে কর্মফলে খাবে।

মন্দ চিন্তা ঝেড়ে ফেলে 

তাই হৃদয়ে ভালো চিন্তা জ্বালো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান