মন বিরহে পুড়ে
মন বিরহে পুড়ে
খাদিজা বেগম
আজ কত রাত চোখে নাই ঘুম
মন বিরহে পুড়ে পুড়ে ছাই,
কেঁদে কেঁদে দিশেহারা
তুমি আমার আশেপাশে নাই।।
তুমি ছিলে যখন কাছে
এই পৃথিবীর সবি ছিল মোর,
এখন আমার শূন্য জীবন
প্রতিটা রাত জেগে জেগে ভোর।
এখনতো ভালোবাসি
এখনতো আমি তোমায় চাই।।
তুমি কোন সে অভিমানে
চলে গেছো এতো এতো দূর,
তোমার কানে পৌঁছায় না কি
আমার এতো হাহাকারের সুর??
যদি পারো চলে এসো
নিবিয়ে দাও এই জলন্ত বুক,
তোমার মাঝেই জমা আছে
এই জীবনে সব আনন্দ সুখ।
তোমায় ছাড়া আমি এখন
তোমার স্মৃতির মাঝে খুঁজি ঠাই।
Comments
Post a Comment