ও বিধি গো
ও বিধি গো
খাদিজা বেগম
ও বিধি গো তুমি কেন
এতো দুঃখ লিখেদিলে কপালে?
সুখ সাগরে ডুবে দেখি
জ্বলে পুড়ে ছাই জ্বলন্ত তাফালে।।
সাধনার ফুল না ফুটিতে
কেন ঝড়ে পড়ে ফুলের মুকুল?
গড়ার আগেই ভেঙে পড়ে
কেন আমার জীবন নদীর দুকূল।
ভোর না হতেই কেন আমার
তিমির রাত্রি নেমে আসে সকালে।।
তুমি ছাড়া কেউ জানে না
আমার বুকের লুকানো এই ব্যথা,
মনের ক্ষত দাও শুকিয়ে
জানি তুমি শুনবে আমার কথা।।
তাইতো আমি বারেবারে
তোমার চরণ তলে বসে কাঁদি,
আশা ভাঙ্গা আশা ভুলে
তোমার আশায় আবার আশা বাঁধি।
পথ দেখিয়ে নিয়ে চলো
চলি না যে আমি আমার খেয়ালে।।
Comments
Post a Comment