জিহাদ
জিহাদ
খাদিজা বেগম
সব জিহাদের বড় জিহাদ
অন্যায় থেকে নিজে দূরে থাকা,
নিজের স্বার্থ ভুলে গিয়ে
সকলেরে একটু ভালো রাখা।।
দ্বিধা দ্বন্দ্ব সব তারিয়ে
সত্য কথা বলতে হবে মুখে,
লোভ লালসা ধুয়ে মুছে
মানবতা রাখতে হবে বুকে।
সরল পথেই চলতে হবে
সময় আসুক যতই আঁকাবাঁকা।।
ছোট্ট জীবন যায়না যেন
তোমার পাপের অপরাধে ডুবে,
ঐশী আদেশ নিষেধ মেনে
সূর্য হয়ে জেগে থাকো পুবে।।
পবিত্রতা ডুবে গেলে
ডুবে যাবে তোমার মানব জীবন,
পবিত্রতা রক্ষা করো
তাতে তোমার হয় যদিও মরণ।
তোমার সত্য সুন্দর জীবন
পাপে পাপে পড়ে না যে ঢাকা।।
Comments
Post a Comment