দূর যেতে দিও না
দূরে যেতে দিও না
খাদিজা বেগম
কাছে কাছে রেখো প্রিয়
আমায় তুমি দূরে যেতে দিও না,
মন ডুবেছে তোমার প্রেমে
হয়ে গেছি আমি তোমার দিওয়ানা।।
পাগল বললে বলুক লোকে
আমি পাগল সে তো তোমার জন্য,
তোমার প্রেমে মরে গেলেও
আমার জীবন হয়ে যাবে ধন্য।
আনা আনা গুনে গুনে
বাসবো ভালো তোমায় ষোলো আনা।।
তুমি ছাড়া মিথ্যা আমি,
মিথ্যে আমার এই দুনিয়া দারি,
প্রাণ পাখিটা উড়ে যাবে
কভু যদি যাওগো আমায় ছাড়ি।।
তুমি আমার নিঃশ্বাস হয়ে
আমার বুকের বামের দিকে থাকো,
প্রেমের ডালে বসে তুমি
দিবানিশি কুহু কুহু ডাকো।
তোমায় নিয়ে উড়বো আমি
দূর অজানায় খুলে সুখের ডানা।।
Comments
Post a Comment