হাসনাহেনার ঘ্রাণ

হাসনাহেনার ঘ্রাণ 

খাদিজা বেগম 


তুমি হাসলে হাওয়ায় হাওয়ায় 

ছড়িয়ে যায় হাসনাহেনার ঘ্রাণ,

সেই ঘ্রাণেতে তোমায় পেতে 

আকুল হয়ে ওঠে আমার প্রাণ।।


 আমার থেকে দূরে গেলে 

তখন আমি দেখি শুধু কালো, 

তুমি এলেই ভোর হয়ে যায় 

চারিদিকে ছড়ায় শুধু আলো।

কে গো তুমি তোমায় দেখে 

কষ্ট থেকে মন পেয়েছে ত্রাণ।।


আমায় ছেড়ে আর যেও না

দখল করে থেকো আমার দিল,

কখন যেন তোমার সাথে 

হয়ে গেছে আমার মনের মিল।।


মনের কোকিল ডেকে ওঠে

তুমি থাকলে আমার পাশে পাশে,

শিমুল ফোটে পলাশ ফোটে

আমার হৃদয় জুড়ে ফাগুন আসে।

তুমি যেন শ্রেষ্ঠ তোফা 

আমার জন্য ওই বিধাতার দান।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান