ভালবাসার কলি
ভালবাসার কলি
খাদিজা বেগম
হাজার রাতের স্বপ্ন তুমি
তুমি আমার ভালোবাসার কলি,
পুষ্প হয়ে ফোটার আগেই
তোমার ঘ্রাণে মাতাল মনের অলি।।
মনটা আমার খাঁটি সোনা
ভুল করেও ভেবো না তো পিতল,
একবার ভালো বেসেই দেখো
তোমার হৃদয় করে দেবো শীতল।
তোমার স্বপ্নে ভরে গেছে
আমার মনের সকল অলিগলি।।
তোমার রূপে মুগ্ধ নয়ন
মুগ্ধ আমার দুই নয়নের পাতা,
তাই আপলক চেয়ে দেখি
আমার এ মুখ বলে না তো কথা।।
জনম জনম দেখতে দিও
তোমায় দেখে মন জুড়িয়ে আসে,
মন ভোমরা পাগল হয়ে
পাখনা মেলে হাওয়ায় হাওয়ায় ভাসে।
তুমি আমার সুখের স্বপ্ন
আমি তোমার প্রেম অনলে জ্বলি।।
Comments
Post a Comment