কাটার সাথে ফুল

 কাটার সাথে ফুল 

খাদিজা বেগম 


আমার দুঃখের কারণ তুমি 

তুমি আমার মন খারাপের মূল,

আমার কান্নার কারণ তুমি 

এই ধারণা পুরোপুরি ভুল।।


তখনও তো কেঁদেছিলাম 

যেই জীবনে তুমি ছিলে না, 

তখনো মন খারাপ হতো

চাওয়া পাওয়া যখন মিলে না। 

সুখের সাথে দুঃখ থাকবে 

যেমন থাকে কাটার সাথে ফুল।।


দুঃখটারে খারাপ ভেবে 

আর অপচায় নয় অমূল্য ক্ষণ,

দুঃখ ছাড়া হয় না জীবন 

দুঃখ সয়েই সুখী হবে মন।।


জীবন থেকেও অভাব বড় 

অভাব কারো কভু তো ফুরায় না, 

মনের আগুন মনে জ্বলে 

হাজার সুখেও তো জুড়ায় না।

অন্যের সুখে সুখী হলে 

ও মন থাকবে না তো সুখের কূল।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান