আমার হলো পরাজয়

 আমার হলো পরাজয় 

খাদিজা বেগম 


শুভ সকাল শুভ দুপুর 

শুভ সন্ধ্যা বলে কি আর শুভ হয়, 

তুমি ছাড়া সব অশুভ 

বুকের ভেতর আগুন জ্বলে সব সময়।।


ভালো থেকো সুখে থেকো 

বললে কি আর ভালো থাকা যায়, 

তুমি আমার প্রাণের প্রিয় 

তোমায় ছাড়া আমার বেঁচে থাকা দায়।

তোমায় ছাড়া আমি বুঝি

মরে যাব মনে মনে জাগে ভয়।।


তোমায় ছাড়া বিরহী মন 

ভরে না তো দামি গয়না শাড়িতে,

শাড়ি দিয়ে ফাঁসি দেবো 

যদি তুমি না আসো গো বাড়িতে।।


নিয়ম করে ঘন্টা ধরে 

কথা বললে কি আর কোরো মন জুড়ায়,

কেমন করে বললে আমি 

বুঝবে তুমি তোমাকে মন কাছে চায়।

তোমায় কত ভালবাসি 

তা বোঝাতেই আমার হলো পরাজয়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান