মেয়ে

মেয়ে 

খাদিজা বেগম 


ভুল করেছি ভুল করেছি 

তোমার কাছে ভালোবাসা চেয়ে,

সেই ভুলেরি মাশুল দিয়ে 

দুই নয়নে অশ্রু যাচ্ছে বেয়ে।।


হৃদয়হীনা প্রেম বোঝেনা 

বুঝেও কেন তা বুঝি নি আমি,

যে জন মনের দাম দিল না 

আমি তারেই কেন ভাবি দামি? 

আর তো কাউকে মন দেব না 

শিখে গেছি এত ব্যাথা পেয়ে।।


হৃদয় হীনার প্রেমে পড়ে 

বৃষ্টি ঝরে দুই নয়নে আমার,

ভুলতে গেলেও যায় না ভোলা 

মনে পড়ে যায় বারে বার।।


অগ্নিঝরা ওই রুপেতে 

পতঙ্গ মন পুড়ে পুড়ে মরে, 

তারে ছাড়া ভাল্লাগে না 

তারে আমি বুঝাই কেমন করে?

বুঝেও কেন বুঝতে চাও না 

তোমায় কত ভালবাসি মেয়ে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান