ভোলা মন
ভোলা মন
খাদিজা বেগম
ও ভোলা মন মন রে আমার
তুই কেন যে ভুলে থাকিস মরণ,
এমনি করে যাবে না তো
ওরে ও মন তোর সারাটা জীবন।।
তোরও একদিন মরন হবে
তোরও একদিন লাশটা থাকবে পরে,
সময় থাকতে নিজেকে তুই
এক মানবিক মানুষ লওনা গড়ে।
স্রষ্টার আদেশ নিষেধ গুলো
সকল কাজের আগে রাখিস স্মরণ।।
মানুষ হতে পারবি না তুই
মানব রূপে জন্ম নিলে ভবে,
সৎ মানবিক কাজে-কর্মে
মানুষ তোকে মানুষ হতেই হবে।
বিবেক ছাড়া হয় না মানুষ
আবেগ সে তো পশু পাখিরও থাকে,
সত্যি কারের মানুষ যারা
তারা সদা নৈতিকতা রাখে।
আজকে না হয় কালকে ছাড়বি
তোকে ছাড়তেই হবে মায়ার ভুবন।।
Comments
Post a Comment