আজকের দিনটা
আজকের দিনটা
খাদিজা বেগম
আজকের দিনটা অন্যরকম
বন্ধু তোমার কোমল হাতের ছোঁয়ায়,
আমি যেন ডুবে গেলাম
বন্ধু তোমার মিষ্টি হাসির মায়ায়।।
এক পলকে কেটে গেল
সারাটা দিন যেন তোমার সাথে,
জানিনা কি জাদু আছে
বন্ধু তোমার যাদু ভরা হাতে।
আমার এ মন লুকাতে চায়
বন্ধু তোমার ভালবাসার ছায়ায়।।
তোমার পায়ে পা মিলিয়ে
হাঁটলে আমার জান্নাতের সুখ লাগে,
এত সুখের অনুভূতি
আজকের মতো পাইনি কভু আগে।।
চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে
তুমি যখন তাকাও আমার পানে,
আমি যেন হারিয়ে যাই
তোমার মাঝে চায়ের টানে টানে।
সারা জীবন রাখবো তোমায়
ভালোবেসে আমার সকল দোয়ায়।।
Comments
Post a Comment