সত্যিকারের মানুষ

 সত্যি কারের মানুষ 

খাদিজা বেগম 


নোংরা মনের মানুষ যারা 

তাদের চিন্তা ভাবনা নোংরা নোংরা, 

কি আসে যায় তাতে এমন 

খুব পরিষ্কার হলেও তাদের চামড়া।।


সাদা সাদা পোশাক পরে 

কালা কালা চিন্তা করে যারা, 

নিজেদের ভোগ বিলাসিতায় 

এই সমাজটা নোংরা করে তারা।

নোংরা চিন্তা ছেড়ে দিয়ে 

ভালো মনের মানুষ হবো আমরা।।


আমরা মানুষ মানুষ হলে 

এই সমাজে বইবে সুখের হাওয়া, 

অন্য কিছু হবার আগে 

মানুষ হওয়া সব মানুষের চাওয়া।।


মানুষ হয়ে জন্ম নিয়ে 

থাকো যদি পশুর মত কাজে, 

ভেবে দেখো অমানবিক 

কর্মকাণ্ড মানুষের কি সাজে ?

সত্যি কারের মানুষ সেই জন 

ক্ষতি হয় না যে মানুষের দ্বারা।। 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান