উদাসী মানুষ
উদাসী মানুষ
খাদিজা বেগম
দোষে ভরা ভুলে ভরা
আমি হলাম এক উদাসী মানুষ,
কেন আমায় ভালোবেসে
আমার প্রেম তুমি হলে অবুঝ??
একের পরে এক এক করে
প্রতিটা দিন করে গেলাম যে ভুল,
আমি জানি কেঁদে কেঁদে
তুমি দিচ্ছ সেই ভুলেরি মাশুল।
কেন আমার মন হলো না
তোমার মনের মত এতো সবুজ??
ভালোবাসা চাইছো যত
ততই তোমায় দিয়েছি তো ব্যথা,
কেউ না জানুক আমি জানি
আমার সকল অপরাধের কথা।।
তুমি বলেই যত্নে আছি
অন্য লোকে আমায় যেত ছেড়ে,
মাপ না চাইতে মাপ করেছ
ভালবেসে মন নিয়েছো কেড়ে।
এত এত দোষ করেছি
দেখনি তো তবু আমার সেই দোষ।।
Comments
Post a Comment