আমায় খুঁজে পেলাম না

 আমায় খুঁজে পেলাম না 

খাদিজা বেগম 


কত কিছু পেলাম আমি 

শুধু আমি আমায় খুঁজে পেলাম না, 

কত কিছু বসলাম ভালো 

শুধু আমার আমি ভালো বাসলাম না।।


ক্ষমতা আর অর্থোর প্রেমে 

মত্ত থেকে আমি গেছি হারিয়ে, 

সুখে থাকার লোভে লোভে 

অসততায় গেছি আমি জড়িয়ে। 

হালাল হারাম জানার পরেও 

কেন হারাম ছেড়ে হালাল খেলাম না?


শেষ বিচারে বিচার হবে 

তবু আমি করে গেলাম অপরাধ, 

মন্দ কর্মে লিপ্ত থাকতে 

দাঁড় করালাম শত শত অজুহাত।।


মানুষ রুপে জন্ম নিয়েও

কেন আমি মানুষ হতে পারলাম না, 

ছেড়ে দেবো বলে বলে 

আজো আমি পাপের কর্ম ছাড়লাম না।

এই দুনিয়া ভালই বুঝলাম 

আখেরাতের ভাল কেন বুঝলাম না।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান