তোমার প্রেমের রথে

তোমার প্রেমের রথে 

খাদিজা বেগম 


পথ দেখিয়ে নিয়ে চলো 

না যাই যেন পথ ভুলে ভুল পথে,

এই মুখের সব কথা যেন 

বলি আমি তোমার আদেশ মতে।


আমায় আমি দিয়ে দিলাম 

ওগো দয়াল তোমার কাছে সপে,

আমায় কভু ছোঁয় না যেন 

এই পৃথিবীর লোভ লালসা পাপে।

পাপের পথে নেওয়ার জন্য 

 কু বুদ্ধি দেয় ওরা শতে শতে।।


তোমার আদেশ নিষেধ ছাড়া 

আর কিছুই শুনি নাযে কানে, 

অন্য কিছু দেখার আগে 

তোমায় যেন দেখি গো সব খানে।‌।


তোমার দয়া তোমার মায়া 

না যায় যেন আমার থেকে সরে, 

তুমি আমার রক্ষাকারী 

দুঃখ নাই তাই যদিও যাই মরে।

যদি পড়ে থাকি পথে 

টেনে নিও তোমার প্রেমের রথে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান