চ্যাম্পিয়ন

 চ্যাম্পিয়ন 

খাদিজা বেগম 

৫+৫+৫+৫


চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বাংলাদেশ চ্যাম্পিয়ন, 

বারে বারেই রেখেছে তার বিশ্ব মাঝে নিদর্শন।।


ভাষার মাঠে বায়ান্নতে চ্যাম্পিয়ন বাংলাদেশ,

মায়ের কথা বাঁচাতে গিয়ে কত ছেলেরা হয়েছে শেষ।

বিশ্বজুড়ে এখনো আছে জ্বলন্ত সেই উদাহরণ।।


চ্যাম্পিয়ন ঊনসত্তর এর গণঅভ্যুত্থানে,

একাত্তরে যুদ্ধে জয়ী জয়ের নেশা এই প্রাণে প্রাণে।।


নব্বই এর চ্যাম্পিয়ন ঐ স্বৈরাচারী ধ্বংস করে, 

আবারো সেই স্বৈরাচারীরা দেশের বুকে শোষণ করে।

ফের আমরা চব্বিশ এ দূর করেছি দুঃশাসন।।


আমরা বীর মহা যোদ্ধা ভয় করিনা হেরে যাবার, 

লড়াই করে বাঁচতে জানি ঘুরে দাঁড়াতে জানি আবার।

ন্যায়ের পক্ষে লড়ব সদা ভয় করিনা তাতে মরণ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান