ঘর ছেড়েছি
ঘর ছেড়েছি
খাদিজা বেগম
যার হাত ধরে ঘর ছেড়েছি
পথের মাঝে সেই যদি দেয় হাত ছেড়ে,
তার আগে এই জীবন আমার
যেন মরন নামের বন্ধু নেয় কেড়ে।।
যার ভরসায় রক্তের বাঁধন
ছেড়ে এলাম থাকবো বলে শান্তিতে,
সেই যদি দেয় আমায় কষ্ট
রাখে না খোঁজ আমার মনের ক্লান্তিতে।
কথায় কথায় ধোমক দিয়ে
থাপ্পর মারার জন্য আসে সেই তেড়ে।।
এত ভালোবেসেও যদি
একটু ভালোবাসা না পাই আমি তার,
তার ঘরেতে থেকেও যদি
প্রেম পিপাসায় হৃদয় করে হাহাকার।।
তবে আমি ভুল করেছি
ভুল মানুষের হাত ধরেছি ঠিক ভেবে,
তাইতো আমার জীবন প্রদীপ
এসব কথা ভেবে জ্বলে আর নেবে।
আমার মতো ভুল করিলে
সুখের আশায় দুঃখ যাবে যে বেড়ে।।
Comments
Post a Comment