পথ খুঁজে লও

 পথ খুঁজে লও 

খাদিজা বেগম 


ও হে পথিক পথ খুজে লও

এটা তোমার অস্থায়ী ঠিকানা,

চাইলে তুমি জিরাইয়া লও

যখন তখন জাগবে প্রাচীর সীমান।।


যার চোখেতে যে দেখেছে 

তার পথ চলা পথের শেষের ওই দেয়াল, 

এই পৃথিবীর ক্ষুধা তৃষ্ণা 

রং রূপ থেকে সে হয়েছে বেখেয়াল।

যখন তখন যেথায় সেথায় 

চিরনিদ্রায় সে শুয়েছে বিছানা।।


গোড়া কাঁটা লতার মতন 

ধীরে ধীরে হয়ে যাবে অদৃশ্য,

খুব নীরবে এই নিদারুণ 

দৃশ্য দেখবে চেয়ে চেয়ে এই বিশ্ব।


ঘুম ভাঙাতে পারবে না কেউ 

পথ না খুঁজে চোখ বুজনা, 

কোন ভরসায় ঘুমাও তুমি 

কেনো নিজের পথ খুঁজো না? 

আজ ঠিক করে লাও এখনই 

তোমার পথের ঠিক নিশানা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান