আশা

আশা 

খাদিজা বেগম 


আশা নামের একটি ভেলায় 

তুমি যদি উঠে বসতে পারো,

তোমায় টেনে ফেলে দেবে 

সাধ্য নাই তো এই পৃথিবীর কারো।।


রাজা হতে রাজ্য লাগে 

লাগে রে মন রানী‌ হাতে রাজা,

বেঁচে থাকতে আশা লাগে 

সেই আশারে লাগে ঘষামাজা।

লক্ষ তোমার ঠিক থাকিলে

বিজয় নিশ্চিত যতই তুমি হারো।।


আসবে তুফান ভাসবে তুমি

মাঝে মাঝে ডুববে তোমার ভেলা,

সুখে দুখে মানব জীবন 

এটাই হলো এই পৃথিবীর খেলা।


আসা জাগাও আশা লাগাও 

আশা ছাড়া প্রাণ বাঁচে না ভবে,

আশায় আশায় প্রাণ ভরে লও

আশা দিয়ে জীবন গড়তে হবে।

মরার আগে মারবে তুমি 

তোমার নিজের আশা যদি ছাড়ো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান