নিকোটিনের ধোঁয়া
নিকোটিনের ধোঁয়া
খাদিজা বেগম
যেদিন তোকে দেখেছিলাম
সেদিন থেকেই তোর প্রেমেতে পুড়ে,
নিকোটিনের ধোঁয়া হয়ে
আমার জীবন যাচ্ছে উড়ে উড়ে।।
আগে যদি জানতাম আমি
তোরে দেখে লাগবে আগুন প্রাণে,
ডানা মেলে মন পতঙ্গ
উড়াল দেবে তোর আগুনের ঘ্রানে।
তোর চলার পথ ছেড়ে আমি
চলে যেতাম যোজন যোজন দূরে।।
কত কথা বলে এ মন
রাত্রি জেগে একলা একলা রাতে,
কোন কথা বলে না মুখ
দেখা হয়ে যায় যখন তোর সাথে।।
দেখলে তোকে চেয়ে থাকি
দুই নয়নে পরে নাতো পলক,
পুড়ে পুড়ে ড়ে ছাই হয়ে যাই
তবু দেখতে চাই তোর রূপের ঝলক।
তোকে দেখে জন্য এ মন
দিবানিশি দিগ্বিদিক ঘুরে।।
Comments
Post a Comment