একটি প্রশ্ন
একটি প্রশ্ন
খাদিজা বেগম
একটি প্রশ্ন ভাবিয়া মন
বারেবারে আমার নয়ন কাঁদে,
কেন আমায় ছেড়ে গেলে
বলনা গো কোন সে অপরাধে?
কষ্ট নামের ঢেউয়ে ঢেউয়ে
ভেঙে পড়ছে আমার বুকের পাঁজর,
প্রতারণার দাবানলে
পুড়ে যাচ্ছে আমার সুখের চাদর?
নয়নে আজ শ্রাবণের ঢল
বাঁধ মানেনা নয়ন কোন বাঁধে।।
কেন কাছে এসে ছিলে
যাবেই যখন তুমি দূরে চলে?
কি আনন্দ পেয়েছো গো
তুমি আমায় চোখ ভাসিয়ে জলে?
তুমি আমার কৃষ্ণ ছিলে
আমি ছিলাম শুধু তোমার রাঁধে,
সেই তুমি আজ বজ্র হয়ে
করছো আঘাত আমার মনের ছাদে।
যে হাত দিয়ে করতাম আদর
সেই হাত ধরে কেন ফেলছ ফাঁদে।।
Comments
Post a Comment