ছোটবেলা
ছোটবেলা
খাদিজা বেগম
ফের পেতে চাই ছোটবেলা
এক বিছানায় ভাই-বোন মিলে ঘুমাবো,
একজন একটু কষ্ট পেলে
তারে আদর করে সবাই চুমাবো।।
সূর্য ওঠার আগে উঠে
ওজু করে পড়ব নামাজ সকালে,
পড়ালেখা শেষ করে রোজ
সবাই মিলে খেলব খেলা বিকালে।
সুযোগ পেলেই পড়ার ফাঁকে
আমরা গল্প কবিতা গান জমাবো।।
সবার আগে ঘুমাবে যে
সেই ঘুচাতে আমাদের সব বিছানা,
ছোটবেলার মধুর বাঁধন
স্বার্থের টানে হয়ে গেছে অজানা।।
এখন সবাই ব্যস্ত থাকি
আপন আপন সংসার সন্তান স্বজনে,
পর করেছি ছোটবেলা
রক্তের বাঁধন মনে রাখি ক'জনে?
আয়না সবাই এক থালায় খাই
খেতে খেতে জান্নাতের সুখ নামাবো।।
Comments
Post a Comment