দেখতে ইচ্ছে করে

 

দেখতে ইচ্ছে করে 

খাদিজা বেগম 


যত দেখি তোমার সৃষ্টি

চোখ জুড়ায় না ভরে না মন,

তোমায় দেখতে ইচ্ছে করে 

দিবানিশি যখন তখন।।


মুখের কথা চোখের দৃষ্টি

আমার সবি তোমারি দান,

তুমি আমার দয়ার সাগর

তুমি রহিম হে রহমান।

তোমার সৃষ্টির এত রং, রূপ 

আমায় ভাবায় সারাটা ক্ষণ।।


আল্লাহ আল্লাহ এ মধুর নাম

ডাকতে লাগে বড় ভালো,

যে ডেকেছে মনে প্রাণে

সে পেয়েছে পূর্ণ আলো।।


তুমি আমার রক্ষাকারী

রক্ষা করো আমার ঈমান,

লোভ-লালসা ধ্বংস করো

হই না যেনো কভু বেঈমান।

দয়া করো ক্ষমা করো 

আমি চাইনা তোমার শাসন।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান